Ads

Saturday, February 14, 2015

জাভা প্রোগ্রামিং এর বেসিক আলোচনা ( টিউন-০১)

আসসালামু আলাইকুম,আজকে আমি শুরু করতে যাচ্ছি জাভা টিউটরিয়াল এর সিরিজ। প্রথমেই যেনে নেওয়া যাক জাভা কি জিনিস। বলার অপেহ্মা রাখেনা যে জাভা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুএজ। এটি বেশ শক্তিশালী একটি লাঙ্গুয়েজ। পাশাপাশি এটি কর্স প্লাটফর্ম সাপর্টেড। এখানে আমি কর্স প্লাটফর্ম বলতে বুঝাচ্চছি যে জাভার একটা কোড একবার যে কোন প্লাটফর্ম(Windows/Mac/Linux) এ লিখলে ওইটা অন্য যে কোন প্লাটফর্ম এ রান করানো যাবে।
পাশাপাশি এইটা গুই(GUI) ভিত্তিক একটা লাঙ্গুয়েজ । তাই ইউজার ইন্টারফেস এর কাজ ও বেশ সহজে করা যায়। জাভা শুরু করার আগে আপনাদের আগে সি প্রোগ্রামিং সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আর যদি সি++ জেনে থাকেন তাহলে তো কথাই নেই।
এখন প্রশ্ন আসতে পারে জাভা আমি কেন শিখব? প্রশ্নটার উত্তর টাও অনেক সোজা। এটা সম্পুরনো আপনার ব্যাপার যে শিখবেন নাকি শিখবেন না।শিখতেই হবে এমন কোন কথা নেই। কিন্ত শিখতে পারলে অনেক মজা পাবেন আশা রাখি। কয়েকটি কারন আমরা দেখতে পারি যে আমরা কেন জাভা শিখবঃ
  • ১) ৩০ কোটিরো অধিক সংখ্যক ডিভাইসে জাভা রান কড়ছে।
  • ২)বর্তমানের সবথেকে জনপ্রিয় মোবাইল প্লাটফর্মে আন্ডর্‍্যেড জাভা সাপর্টেড।
  • ৩)কর্স প্লাটফর্ম হওয়াতে আপনি যে কোন প্লাটফর্মেই বসে জাভার কোড লিখতে পারবেন।
  • এইরকম আরো হাজার টা কারন আছে যা আমি বলে শেষ করতে পারবনা।
আসুন জেনে নেই জাভা শুরু করার আগে আপনার কম্পিউটারে কি কি থাকতে হবে। প্রথমেই লাগবে জাভা ডেভেলপমেন্ট কিট। এটি আপনার কম্পিউটারে জাভা প্লাটফর্মের তৈরীর কাজে আসবে। আর  জাভা ডেভেলপমেন্ট কিট পেতে এই লিঙ্কটিতে যান। http://www.oracle.com/technetwork/java/javase/downloads/jdk7-downloads-1880260.html সেখান থেকে আপনার সিস্টেম এর প্রয়োজন আনুযায়ী JAVA SE টি ডাউনলোড করুন।
আরেকটি জিনিস লাগবে তাহল জাভা কোড লেখার জন্য একটা ইডিটর। আমি এইখানে Eclipse ব্যবহার করব। আপনারা চাইলে NETBEANS অথবা অন্য যেকোন ইডিটর ইউজ করতে পারেন। Eclipse পেতে এই লিঙ্ক টিতে ঢু মারুন:www.eclipse.org/downloads/। এইখানের ক্লাসিক টা ডাউনলোড করুন।আর বই হিসাবে Herbert Schildt এর complete reference টা দেখতে পারেন।
আমার টিউটরিয়াল গুলোর সিস্টেম হচ্ছে যে আমি প্রতি টা টিউট্রিয়াল এ কিছু স্যামপল কোড দেখাবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এইগুলো নিজে এডিটর এ লিখে লিখে চর্চা করা। এবং প্রতিটা টিউটরিয়াল এর শেষে আমি কিছু Exercise আপনাদের করতে দিব যাতে আপনারা আপনাদের জাভা স্কিল কিছুটা হলেও ডেভেলপ করতে পারেন।

No comments:

Post a Comment